যশোরে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ১২:৪২ পিএম, ১৩ জুলাই ২০২১
ফাইল ছবি

যশোরে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১৩ জন মারা গেছেন। এরমধ্যে আক্রান্ত হয়ে ১০ এবং উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) যশোর সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. মো. রেহেনেওয়াজ জানান, গত ২৪ ঘণ্টায় জেলার এক হাজার ১৮৬ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন ৩৬৫ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের হার প্রায় ৩১ ভাগ। একই সময়ে আক্রান্ত হয়ে ১০ এবং উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা ২৪০।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আর এম ও) ডা. আরিফ আহমেদ জানান, যশোর হাসপাতালেই করোনায় আক্রান্ত হয়ে সাতজন এবং উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। বর্তমানে রোগী ভর্তি রয়েছেন ২২৬ জন।

মিলন রহমান/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।