ময়মনসিংহে করোনায় অন্তঃসত্ত্বার মৃত্যু
করোনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নবনীতা সরকার (২৬) নামের এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
মৃত নবনীতা সরকার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন ও সরকার পরিচালন বিদ্যা বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এইচআরএম) বিভাগের সহকারী অধ্যাপক রিমন সরকারের স্ত্রী।
নবনীতা সরকারের অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।
এছাড়া কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
মঞ্জুরুল ইসলাম/এসএমএম/এএসএম