পদ্মায় ধরা পড়ল সাড়ে ৪ কেজি ওজনের বিলুপ্তপ্রায় ঢাই মাছ
ঢাই মাছ, খেতে খুব সুস্বাদু। কিন্তু মাছটি খুব সহজে ধরা পড়ে না জেলেদের জালে। রাজবাড়ীর পদ্মা নদীর চরভদ্রাশন এলাকায় বিলুপ্তপ্রায় এ মাছ বাদশা হালদার নামের এক জেলের জালে ধরা পড়ে। এটি ঢাকায় ১৪ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হয়।
বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে ওজন করে দেখা যায়, মাছটি সাড়ে চার কেজি ওজনের। এ সময় মাছটি দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।
পরে সকাল ৭টার দিকে দৌলতদিয়া ফেরিঘাট থেকে শাকিল সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ মাছটি ৩ হাজার টাকা কেজি দরে সাড়ে ১৩ হাজার টাকায় কিনে নেন।
মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ জানান, ঢাই মাছ সহজে পাওয়া যায় না। তাই জেলের কাছে মাছটি দেখেই সর্বোচ্চ দামে কিনে নেন। পরবর্তীতে ফোনে দেশের বিভিন্ন জায়গায় যোগাযোগ করেন তিনি। এরপর ফরিদপুরের ভাংগা উপজেলার এক ঠিকাদারের কাছে মাছটি ৩ হাজার ২০০ টাকা কেজি দরে মোট ১৪ হাজার ৪০০ টাকায় বিক্রি করেন তিনি।
গোয়ালন্দ উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, এ ধরনের মাছ খুব একটা দেখা যায় না। আর ঢাই অনেক সুস্বাদু ও দামি মাছ। তবে মাঝে মাঝে নদীতে ৭-১০ কেজি ওজনের ঢাই মাছ পাওয়া যায়।
রুবেলুর রহমান/এসএমএম/এএসএম