আটক ৪ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ


প্রকাশিত: ০৯:১৫ এএম, ১৪ নভেম্বর ২০১৪

সীমান্ত পথে ভারতে প্রবেশের অভিযোগে পাঁচ মাস আগে আটক হওয়া এক  কিশোরীসহ চার কিশোরকে বেনাপোল স্থলপথে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে  তাদের হস্তান্তর করা হয়। পরে ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেন।  

বাংলাদেশে ফেরত আসা নাগরিকরা হলেন- পিরোজপুর সদর থানার আ. রহমানের মেয়ে রিনা আক্তার (১৪), ঝিনাইদহ জেলার মহেশপুর থানার আদমপুর গ্রামের নুর আহম্মদের ছেলে ইয়াসিন হাসান (১৪), বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বিশারীগাতা গ্রামের কবির তালুকদারের ছেলে বেলাল (১৬) ও যশোর জেলার মনিরামপুর থানার কাশপুল গ্রামের আ. রহমানের ছেলে শান্তি শেখ (১৭)।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।