দৌলতদিয়ায় যানবাহনের দীর্ঘ সারি, দুশ্চিন্তায় গরু ব্যবসায়ীরা
দৌলতদিয়ায় নদী পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে কোরবানির পশু ও যাত্রীবাহী শত শত যানবাহন। এতে করে ঘাট থেকে প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
শনিবার (১৭ জুলাই) সকালে দৌলতদিয়ার ঘাট এলাকায় এমন চিত্র দেখা যায়।
এছাড়া গোয়ালন্দ মোড়ের রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে প্রায় তিন কিলোমিটার সড়কে কয়েকশ পণ্যবাহী ট্রাক আটকে রয়েছে।
এদিকে পদ্মার তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। ফলে যানবাহন পারাপারে সময় লাগছে আগে তুলনায় বেশি। ঘণ্টার পর ঘণ্টা নদী পারের অপেক্ষায় থেকে ট্রাকে অসুস্থ হয়ে পড়ছে কোরবানির পশু। এতে দুশ্চিন্তায় রয়েছেন খামারি ও ব্যবসায়ীরা।

সেখানে আটকে থাকা গরু খামারি বলেন, ‘মধ্য রাতে দৌলতদিয়া ঘাটে এসেছি। কিন্তু সকাল ১০টা পর্যন্তও ফেরির দেখা পাইনি। দীর্ঘ সময় গরুগুলো দাঁড়িয়ে থেকে তীব্র গরমে অসুস্থ্য হয়ে পড়ছে।’
যানজটে আটকে থাকা এক বাসচালক বলেন, ‘গণপরিবহনের পাশাপাশি ঘাটে পশুবাহী ট্রাকের বাড়তি চাপ রয়েছে। এসব পশুবাহী ট্রাক বেশি পারাপার করায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে আমাদের।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিসি) দৌলতদিয়া ব্যবস্থাপক মো. শিহাব উদ্দিন বলেন, ‘পশু ও যাত্রীবাহী পরিবহনের বাড়তি চাপে দৌলতদিয়া লম্বা সিরিয়াল তৈরি হয়েছে। চাপ সামলাতে ফেরির সংখ্যা বাড়িয়ে ১৬টি করা হয়েছে।’
রুবেলুর রহমান/আরএইচ/এমএস