ফেনীতে করোনা উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৬:০৩ পিএম, ২০ জুলাই ২০২১
ফাইল ছবি

ফেনীতে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এসময়ে নতুন করে ১২জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন।

ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল খায়ের মিয়াজী বলেন, ‘মৃতদের মধ্যে অধিকাংশ রোগী উপসর্গ নিয়ে ভর্তি হওয়ার পরপরই মারা যান। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ২০৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নতুনভাবে ৪২ জনের ফলাফলে ১২ জনের পজিটিভ এসেছে।’

তিনি বলেন, ‘ফেনীতে ৩০ শয্যার কোভিড ডেডিকেটেড হাসপাতালে ১১০ জন রোগী ভর্তি রয়েছে। এখানে উপসর্গে আক্রান্ত ৭৮ জন ও করোনা পজিটিভ হয়ে ৩২ জন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ৯৭ জনকে অক্সিজেন সেবা ও ৯ জনকে আইসিইউ সেবা দেয়া হচ্ছে।’

জেলা সিভিল সার্জন ডা. রফিক উস ছালেহীন বলেন, ‘ফেনীতে করোনা উপসর্গে সর্বোচ্চ মৃত্যু ঘটেছে। সংক্রমণ এড়াতে জনসাধারণকে সরকারি নির্দেশনা যথাযথ ভাবে পালন করতে হবে।’

নুর উল্লাহ কায়সার/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।