ময়মনসিংহ বিভাগে করোনায় আরও ৮ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৮:১৪ পিএম, ২১ জুলাই ২০২১
ফাইল ছবি

ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও আটজন মারা গেছেন। এ সময়ে বিভাগে ৭৬৩ টি নমুনা পরীক্ষা করে নতুন ১৮৮ জন করোনা শনাক্ত হয়েছেন।

বুধবার (২১ জুলাই) দুপুরে ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহে তিনজন, নেত্রকোনায় তিনজন ও শেরপুরে দুইজন মারা গেছেন। বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্ত মারা গেছেন ৩১৮ জনের মৃত্যু হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহে ৪৩১ টি নমুনা পরীক্ষা করে ৯৮ জন, নেত্রকোনায় ৭৮ টি নমুনা পরীক্ষা করে ২৬ জন, জামালপুরে ১৮০ টি নমুনা পরীক্ষা করে ৩৭ জন ও শেরপুরে ৭৩ টি নমুনা পরীক্ষা করে ২৭ জন করোনা আক্রান্ত হয়।

মঞ্জুরুল ইসলাম/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।