ফরিদপুরে করোনা ও উপসর্গে ১৭ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৭:৪৪ পিএম, ২২ জুলাই ২০২১

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ১১জন ও উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুলাই) জেলার সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘এ সময়ে নতুন করে আরও ১৫০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যা নমুনা পরীক্ষার ৩৪.৫৭ শতাংশ। সুস্থ হয়েছেন ১১০ জন।’

সিভিল সার্জন বলেন, ‘এ হাসপাতালে করোনাভাইরাসে ৩৪১ জনের মৃত্যু হয়েছে। জেলায় আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৪৭৪ জন। সুস্থ হয়েছেন ১২ হাজার ৯৮৭ জন।’

এন কে বি নয়ন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।