বিধিনিষেধে দৌলত‌দিয়‌ায় ফেরিতে যাত্রী ও ব্য‌ক্তিগত গা‌ড়ি পারাপার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ১২:১৭ পিএম, ২৪ জুলাই ২০২১

করোনা সংক্রমণ রোধে সারাদেশে চলছে কঠোর বিধিনিষেধ। এ বিধিনিষেধে জরুরি সেবার অ্যাম্বু‌লেন্স ও পণ্যবা‌হী ট্রাক পা‌রাপা‌রের জন্য দৌলত‌দিয়ায় ফে‌রি চলাচল স্বাভা‌বিক রয়েছে। এ সুযোগে নদী পারাপার হ‌চ্ছে শত শত যাত্রী ও ব্য‌ক্তিগত গা‌ড়ি।

শ‌নিবার (২৪ জুলাই) সকাল সা‌ড়ে ১০টার দি‌কে এমন চিত্র দেখা যায় ঘাট এলাকায়।

rajbare1

ত‌বে দীর্ঘ সময় পর পর দৌলত‌দিয়‌া থে‌কে ফে‌রি ছে‌ড়ে যা‌চ্ছে বা পাটু‌রিয়া থে‌কে আস‌ছে। এসময় উভয় ঘাট থে‌কে যাত্রী ও ছোট গা‌ড়ি পার হচ্ছে। এদিকে এসময় ম‌ানা হ‌চ্ছে না কোনো ধরনের স্বাস্থ্য‌বি‌ধি।

অপরদিকে স্বাস্থ্য‌বি‌ধি নিয়ন্ত্র‌ণে ঘাট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তেমন কোনো তৎপরতা দেখা যায় নি।

rajbare1

‌বিআইড‌ব্লিউ‌টি‌সির দৌলত‌দিয়া ঘাট ব্যবস্থাপক শিহাব উদ্দিন জানান, ঘা‌টে গাড়ির কোনো সি‌রিয়াল নাই। অনেক সময় পর পর ফে‌রি ছেড়ে যা‌চ্ছে। প্রশাস‌নের অনু‌মেতি নি‌য়ে যেসব গাড়ি ঘা‌টে এসেছে। অ্যাম্বু‌লেন্স ও পণ্যবা‌হী ট্রা‌কের পাশাপা‌শি তা‌দের পার করা হচ্ছে। এছাড়া য‌াত্রী‌দের ঘা‌টে আসার বিষয়‌টি প্রশাসন দেখ‌বে।

রু‌বেলুর রহমান/এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।