যশোরে করোনা ও উপসর্গে মারা গেছেন আরও ১২ জন
গত ২৪ ঘণ্টায় যশোরে করোনা ও উপসর্গে আরও ১২ জন মারা গেছেন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১১ জন ও উপসর্গ নিয়ে মারা গেছেন একজন।
সোমবার (২৬ জুলাই) যশোর সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. মো. রেহেনেওয়াজ এ তথ্য জানান।
তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ৭৯৯ জনের নমুনা পরীক্ষায় ১৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে যবিপ্রবির জিনোম সেন্টারে ৪৩১ জনের নমুনা পরীক্ষা করে ৬৮ জন, জিন অ্যাক্সপার্ট মেশিনে ১২ জনের নমুনা পরীক্ষায় আটজন ও র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৩৪৩ জনের নমুনা পরীক্ষা করে ৯২ জনের করোনা শনাক্ত হয়েছে।’
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ বলেন, ‘হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ১০ জন এবং উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে রোগী ভর্তি রয়েছেন ১৩৭ জন। এর মধ্যে করোনার রেড জোনে ৯৮ জন এবং ইয়েলো জোনে ৩৯ জন রোগী রয়েছেন।’
এ পর্যন্ত জেলায় ১৭ হাজার ৯১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১২ হাজার ৬৫২ জন। জেলায় মোট মৃতের সংখ্যা ৩২২।
মিলন রহমান/আরএইচ/এমকেএইচ