বরিশাল বিভাগে একদিনে আরও ২০ জনের মৃত্যু, শনাক্ত ৮২২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ১২:৩২ পিএম, ২৭ জুলাই ২০২১
ফাইল ছবি

বরিশাল বিভাগে একদিনে করোনা ও উপসর্গে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৮২২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৭ দশমিক ১৬ শতাংশ।

মঙ্গলবার (২৭ জুলাই) সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

এদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালের করোনা ইউনিটে ১৬ জন মারা গেছেন। এর মধ্যে করোনায় পাঁচজন ও অন্য ১১ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালের করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন ছিল ২৫৭ জন। এদের মধ্যে করোনা আক্রান্ত রোগী ছিলেন ১১৭ জন।

তিনি আরও বলেন, মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবে ২৪ ঘণ্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৯৪ জন পজিটিভ শনাক্ত হন। শনাক্তের হার ৫০ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, বিভাগের ৬ জেলায় দুই হাজার ২১২ টি নমুনা পরীক্ষায় ৮২২ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার সবচেয়ে বেশি ভোলা জেলায়। এ জেলায় শনাক্তের হার ৪২ দশমিক ৫৫ শতাংশ। ভোলায় ২৮২ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১২০ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এরপর বরগুনা জেলায় শনাক্তের হার ৪১ দশমিক ৭১ শতাংশ। এ জেলায় ২১১ জনের নমুনা পরীক্ষায় ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। বরিশাল জেলায় ৭৪০ জনের নমুনা পরীক্ষায় ২৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় শনাক্তের হার ৩৯ দশমিক ৫৯ শতাংশ।

ঝালকাঠী জেলায় ১৮৪ জনের নমুনা পরীক্ষায় ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় শনাক্তের হার ৩৭ দশমিক ৫০ শতাংশ।। পিরোজপুর জেলায় ৩৬৩ জনের নমুনা পরীক্ষায় ১৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৭ দশমিক ১৯ শতাংশ। পটুয়াখালী জেলায় ৪৩২ জনের নমুনা পরীক্ষায় ১১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় শনাক্তের হার ২৭ দশমিক ৮ শতাংশ।

সাইফ আমীন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।