বিধিনিষেধেও পোশাক কারখানা খোলা রাখায় জরিমানা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সাভার (ঢাকা)
প্রকাশিত: ০১:২৫ এএম, ২৯ জুলাই ২০২১
ফাইল ছবি

কঠোর বিধিনিষেধেও চালু রাখার দায়ে সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় কারখানা মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসঙ্গে কারখানা বন্ধ রাখতে নির্দেশনা দেয়া হয়।

বুধবার (২৮ জুলাই) বিকেলে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নে বুড়িরবাজার এলাকার টেক্সট্রিম ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক কারখানায় এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আশুলিয়া সার্কেলের সহকারি কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসেন। তিনি জানান, কঠোর বিধিনিষেধ অমান্য করে ট্রেক্সট্রিম পোশাক কারখানা কর্তৃপক্ষ কারখানা চালু রেখে শ্রমিকদের দিয়ে কাজ করাচ্ছিলেন। খবর পেয়ে ওই কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এসময় কারখানা কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল-আমিনসহ থানা পুলিশের একটি ফোর্স উপস্থিত ছিলেন।

আল-মামুন/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।