খুলনার দুই হাসপাতালে করোনায় ৪ জনের মৃত্যু
খুলনার দুই হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের তিন এবং শহীদ শেখ আবু নাসের হাসপাতালে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন রয়েছেন আরও ১২৩ জন।
খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৩৯ জন। তার মধ্যে আইসিইউতে রয়েছেন ১০ জন।
এছাড়া খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন ২৯ জন। সিটি মেডিকেল কলেজ হাসপাতালের গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৯ জন। গাজী মেডিকেল হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৫৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ছয়জন।
আলমগীর হান্নান/এএইচ/জিকেএস