যশোরে করোনায় আরও ৭ জনের মৃত্যু
যশোরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গে মারা গেছেন সাতজন। তাদের মধ্যে আক্রান্ত হয়ে ছয় এবং উপসর্গে একজন মারা গেছেন।
বৃহস্পতিবার (৫ আগস্ট) যশোর সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. মো. রেহেনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, নতুন করে আরও ১৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ জানান, এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা ৩৭৪ জন। মোট শনাক্ত হয়েছেন ১৯ হাজার ৪২৯ জন, সুস্থ হয়েছেন ১৫ হাজার ৯৮২ জন।
মিলন রহমান/এএইচ/জিকেএস