খুলনার দুই হাসপাতালে করোনায় ৯ জনের মৃত্যু
খুলনার দুই হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে সাতজন এবং গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে দুইজন মারা যান।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে মারা গেছেন সাতজন। চিকিৎসাধীন ১১৮ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৩ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ জন।
গাজী মেডিকেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে দুইজন রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন ৫০ জন। তাদের মধ্যে আইসিইউতে সাতজন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও চারজন হাসপাতালে ভর্তি।
এছাড়া, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৩৭৫ জনের নমুনা পরীক্ষায় ৯১ জনের করোনা পজিটিভ শনাক্ত হন। এরমধ্যে খুলনার ৭২, বাগেরহাটের ১৪, সাতক্ষীরার তিন ও পিরোজপুরের দুইজন রয়েছেন।
আলমগীর হান্নান/জেএইচ/এমকেএইচ