সিলেট বিভাগে আক্রান্ত-মৃত্যু কিছুটা কমেছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৩:১৫ পিএম, ০৭ আগস্ট ২০২১

টানা তিন সপ্তাহ পর সিলেটে করোনায় মৃত্যু ও সংক্রমণ কিছুটা কমেছে। বিভাগের চার জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন চারজন। নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৩৫২ জন।

শনিবার (৭ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের বলা হয়, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ৬৩৮ জনে। মারা গেছেন ৩৮ জন। সুস্থ হয়েছেন ২৫৬ জন।

প্রতিবেদনে আরও বলা হয়, করোনা সংক্রমণ ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি সিলেট জেলায়। জেলায় এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ২৪ হাজার ১২৯ জন। এরমধ্যে মারা গেছেন ৫৮৮ জন। তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা মৌলভীবাজারে মোট আক্রান্তের সংখ্যা ছয় হাজার ২৫৫ জন। মারা গেছেন ৬২ জন। এছাড়া হবিগঞ্জে মোট আক্রান্ত পাঁচ হাজার ৩৯৯ জন। এ জেলায় মৃতের সংখ্যা ৩৮ জন। আর সুনামগঞ্জে মোট ৫৫ জন করোনায় মারা গেছেন। আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ১৫০ জন।

ছামির মাহমুদ/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।