যশোরে করোনায় আরও ৭ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ১২:২৫ পিএম, ০৮ আগস্ট ২০২১
ফাইল ছবি

যশোরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও সাতজন মারা গেছেন। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৫১ জন।

রোববার (৮ আগস্ট) সকালে যশোর সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. মো. রেহেনেওয়াজ এ তথ্য জানান।

তিনি জানান, জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯৬ জনে। মোট শনাক্ত হয়েছেন ১৯ হাজার ৭৩০ জন এবং সুস্থ হয়েছেন ১৬ হাজার ৭৯২ জন। জেলায় করোনায় আক্রান্তের হার ১৮ শতাংশ বলেও জানান তিনি।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ জানান, যশোর হাসপাতালে বর্তমানে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১০৯ জন রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে রেডজোনে ৮২ জন ও ইয়েলো জোনে রয়েছেন ২৭ জন।

মিলন রহমান/বিএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।