খুলনা বিভাগে করোনায় প্রাণ গেলে ২৮ জনের
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমেছে। একই সময়ে বেড়েছে শনাক্তের সংখ্যা। বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ২৮ জন মারা গেছেন। নতুন করে শনাক্ত হয়েছেন ৬১২ জন।
রোববার (৮ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর এ তথ্য নিশ্চিত করে।
স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় মারা গেছেন সর্বোচ্চ ১২ জন। বাকিদের মধ্যে যশোরে সাতজন, খুলনা, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গায় দু’জন করে এবং বাগেরহাট, মাগুরা ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, এখন পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছেন ৯৯ হাজার ৪৯৪ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন দুই হাজার ৬৫৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৮ হাজার ৩৫৯ জন।
আলমগীর হান্নান/এএইচ/এমএস