ময়মনসিংহে করোনায় আরও ৫ জনের মৃত্যু
ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১৮৬ জন।
রোববার (১৫ আগস্ট) সকালে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান, করোনায় মৃত পাঁচজনের মধ্যে সদরে দুই এবং মুক্তাগাছা, তারাকান্দা ও ভালুকায় একজন করে।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৬৮৪ নমুনা পরীক্ষা করে ১৮৬ জন শনাক্ত হয়েছেন।
আক্রান্তদের মধ্যে সদর ও সিটি করপোরেশনে ৯২, নান্দাইলে চার, ঈশ্বরগঞ্জে আট, গৌরীপুরে ৯, ফুলপুরে ১৭, তারাকান্দায় তিন, হালুয়াঘাটে দুই, মুক্তাগাছায় ২৫, ফুলবাড়িয়ায় পাঁচ, ত্রিশালে ১১, ভালুকায় ছয় এবং গফরগাঁওয়ে চারজন রয়েছেন।
মঞ্জুরুল ইসলাম/এএইচ/এএসএম