বরিশাল বিভাগে একদিনে প্রাণ গেল আরও ৮ জনের
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে পাঁচজন ও উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৮৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
সোমবার (১৬ আগস্ট) সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গণমাধ্যমে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালের করোনা ইউনিটে পাঁচ জন মারা গেছেন। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে দুজন ও উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন।
তিনি আরও জানান, হাসপাতালের ৩০০ শয্যার করোনা ইউনিটে সোমবার সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন ছিল ১৫৬ জন। তার মধ্যে করোনা আক্রান্ত রোগী ৫১ জন।
তিনি আরও জানান, মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে ২৪ ঘণ্টায় ১৮৯ জনের নমুনা পরীক্ষা করে ৮৮ জন পজিটিভ শনাক্ত হন। শনাক্তের হার ৪৬ দশমিক ৫৬ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতরের বরিশালে বিভাগীয় পরিচালক ডা. বাসুদবে কুমার দাস জানান, বিভাগের ৬ জেলায় ৮৩৭টি নমুনা পরীক্ষায় ১৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২২ দশমিক ৩৪ শতাংশ।
সাইফ আমীন/এসজে/জেআইএম