ময়মনসিংহ মেডিকেলে একদিনে আরও ১৬ জনের প্রাণহানি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৯:৪৬ এএম, ১৭ আগস্ট ২০২১
ফাইল ছবি

ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ছয়জন ও উপসর্গ নিয়ে ১০ জন মারা গেছেন।

মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে হাসপাতালের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল সোমবার মমেক হাসপাতালের করোনা ইউনিটে ১৩ জনের মৃত্যু হয়েছিল।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার রেহানা আক্তার (৩৮), ত্রিশালের জাহেদা (৭০), রাহেলা বেগম (৬৫), গৌরীপুরের খোদেজা (৬০), ফুলপুরের আবদুল হান্নান (৭০), নেত্রকোনা সদরের সালেহা (৬৪)।

উপসর্গে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের আয়াতুন্নেসা (৯০), গফরগাঁওয়ের কেরামত আলী (৭০), রোজিনা (৩০), ত্রিশালের রফিকুল ইসলাম (৫২), নেত্রকোনা সদরের ফজর বানু (৬০), দুর্গাপুরের এপ্রিন (৩৫), পূর্বধলার কাজিমউদ্দিন (৭০), জামালপুর সদরের আবু শামা (৭০), লাভলু (৬০), শেরপুর নকলার হুজেরা (৬০)।

তিনি আরও বলেন, আইসিইউতে ২১ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে ৩২৯ রোগী চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন করে ভর্তি ৩০ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন।

এদিকে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৫০০টি নমুনা পরীক্ষায় ৯২ জন করোনা শনাক্ত হন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ৪০ শতাংশ।

মঞ্জুরুল ইসলাম/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।