পদ্মায় গোসল কর‌তে গি‌য়ে যুবক নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ১১:৩১ পিএম, ১৮ আগস্ট ২০২১

 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ফে‌রিঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে গিয়ে সুলতান শিকদার (৩০) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। বুধবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ২নং ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ সুলতান দৌলতদিয়া ইউনিয়নের ছিদ্দিক কাজীর পাড়া এলাকার আহম্মদ শিকদারের ছেলে।

জানা গেছে, সুলতান দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় সিমেন্ট বোঝাই কার্গো থেকে সিমেন্ট আনলোডের কাজ শেষে পদ্মায় গোসল করতে আসেন। সন্ধ্যার পরও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তার মোবাইলে কল ক‌রে। কিন্তু কেউ ফোন রিসিভ করেনি। এরপর খোঁজাখুঁজির একপর্যায়ে পরিবারের লোকজন পদ্মাপাড়ে তার ব্যবহৃত লুঙ্গি, মোবাইলসহ টাকা দেখতে পায়। কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা নাজিমুদ্দিন জানান, তি‌নি ও সুলতান একসঙ্গে গোসল করতে নদীরপা‌ড়ে আসেন। তি‌নি গোসল শেষে বাড়ি ফিরে বাজারে যান। বাজার শেষে বাড়িতেও যান। প‌রে নদীরপাড়ে এসে দেখেন সুলতানের লুঙ্গি, মোবাইল ও টাকা পড়ে আছে। এর মধ্যেই তার বাড়ির লোকজন এখানে এসে সুলতা‌নের মোবাইল, লু‌ঙ্গি পেয়ে অ‌নেক খোঁজাখুঁজি ক‌রে না পে‌য়ে কান্নাকাটি করতে থাকে।

গোয়ালন্দ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিলন হোসেন জানান, খবর পে‌য়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করে তাকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু কোনো সন্ধান পান‌নি। তারপর অন্ধকার হ‌য়ে আসে। এ কারণে বৃহস্পতিবার সকালে ডুবুরি দল এনে নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করা হবে ব‌লে জানান তি‌নি।

রু‌বেলুর রহমান/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।