নারায়ণগঞ্জে আরও ৫ জনের মৃত্যু

ফাইল ছবি
নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১২৬ জন।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৭৫৯ জনের নমুনা পরীক্ষা করে ১২৬ জন পজিটিভ হয়েছেন। মারা গেছেন আরও পাঁচজন।
তিনি আরও জানান, এ পর্যন্ত নারায়ণগঞ্জে মারা গেছেন ৩০৫ জন। মোট আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৭০৬। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ হাজার ২১৮ জন। এছাড়া আক্রান্ত রয়েছেন তিন হাজার ১৮৩ জন।
এএইচ/এমকেএইচ