নারায়ণগঞ্জে আরও ৫ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০২:০৫ পিএম, ১৯ আগস্ট ২০২১
ফাইল ছবি

নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১২৬ জন।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৭৫৯ জনের নমুনা পরীক্ষা করে ১২৬ জন পজিটিভ হয়েছেন। মারা গেছেন আরও পাঁচজন।

তিনি আরও জানান, এ পর্যন্ত নারায়ণগঞ্জে মারা গেছেন ৩০৫ জন। মোট আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৭০৬। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ হাজার ২১৮ জন। এছাড়া আক্রান্ত রয়েছেন তিন হাজার ১৮৩ জন।

এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।