আরও বাড়তে পারে পদ্মার পানি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৭:২১ পিএম, ২১ আগস্ট ২০২১

রোববার ২২ আগস্ট দুপুর পর্যন্ত বাড়তে পারে পদ্মার পানি। ২৬ আগস্টের পর থেকে কমতে শুরু করবে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল হেকিম এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, এক সপ্তাহ ধরে পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ২২ আগস্ট দুপুর পর্যন্ত পানি বাড়তে পারে। পরবর্তী দু-তিনদিন নদীর পানি স্থির থাকবে।

শনিবার দুপুরে রাজবাড়ীর গোদার বাজার অংশে পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকার ডাম্পিং কাজ পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

আব্দুল হেকিম বলেন, পদ্মার পানি বিপৎসীমার ওপর থাকলে এমনি নিম্নাঞ্চল প্লাবিত হয়। তবে এবার অন্যান্য বছরের তুলনায় বড় ধরনের বন্যার শঙ্কা নেই।

jagonews24

তিনি আরও বলেন, নদীর পানি দ্রুত কমতে শুরু করলে ভাঙন দেখা দেয়। যেখানে কাজ করা হয়েছে, সেখানে ভাঙবে না। ভাঙলেও তীব্রতা অনেক কমে যাবে। যেখানে কাজ করা হয়নি সেখানে ভাঙন হতে পারে।

গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীর পাংশার সেনগ্রাম পয়েন্টে ৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৮০, সদরের মহন্দ্রেপুরে ১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫ ও গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টে ৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৪১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মা নদীর পানি।

পানি বৃদ্ধির ফলে জেলার পাংশার বাহাদুরপুর, কালুখালীর রতনদিয়ার হরিণবাড়িয়া, সদরের খানগঞ্জ, মিজানপুর, বরাট, গোয়ালন্দের দেবগ্রাম ও দৌলতদিয়ার নিম্নাঞ্চলের বসবাসরত মানুষের দুর্ভোগ বেড়েছে। নদী পাড়ের বিস্তীর্ণ এলাকা পানি ওঠায় ওইসব এলাকায় দেখা দিয়েছে গবাদিপশুর খাবার সংকট।

রুবেলুর রহমান/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।