খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ১০:২৬ এএম, ২২ আগস্ট ২০২১
ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে।

রোববার (২২ আগস্ট) সকালে হাসপাতালের ফোকালপারসন ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় মৃত ব্যক্তিরা হলেন- খুলনার মহানগরীর সোনাডাঙ্গা এলাকার ইদ্রিস আলী (৬৯), লবণচরা এলাকার আলেয়া (৫৫), বাগেরহাটের মোড়লগঞ্জের রতন কর্মকার (৫০) ও ঝালকাঠির কাঠালিয়ার নূর হোসেন (৬০)।

তবে গত ২৪ ঘণ্টায় খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল, খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা জেনারেল হাসপাতাল ও গাজী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগীর মৃত্যু হয়নি বলে জানিয়েছেন হাসপাতালগুলোর দায়িত্বশীল কর্মকর্তারা।

আলমগীর হান্নান/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।