খুলনা বিভাগে করোনায় আরও ১৬ জনের মৃত্যু
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৩৩২ জন।
রোববার (২২ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বিভাগে সর্বোচ্চ চারজন করে মারা গেছেন খুলনা ও যশোর জেলায়। এছাড়া নড়াইল, মাগুরা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় দুইজন করে মারা গেছেন।
বিভাগে এখন পর্যন্ত আক্রান্ত হয়ে মারা গেছেন দুই হাজার ৯১৯ জন। আক্রান্ত হয়েছেন এক লাখ ছয় হাজার ৫৬৫ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯২ হাজার ১৭০ জন।
আলমগীর হান্নান/ এফআরএম/এমএস