রাজবাড়ীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৮:০২ পিএম, ২৩ আগস্ট ২০২১

রাজবাড়ীতে পুকুরে ডুবে আলিফ (২) ও রুমাইসা (২) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ আগস্ট) বিকেলে রাজবাড়ী পৌরসভার ধুনচী এলাকা এ ঘটনা ঘটে।

মৃত আলিফ ধুনচী এলাকার মনি চৌধুরী ও রুমাইসা একই এলাকার রমজানের মেয়ে। সম্পর্কে রুমাইসা আলিফের ফুফাতো বোন।

আলিফের চাচি সালমা আক্তার বলেন, বিকেলে আলিফ ও রুমাইসা বাড়ির উঠানে খেলা করছিল। স্বজনরা কাজে ব্যস্ত থাকায় কোনো এক ফাঁকে তারা বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাদের না পেয়ে খোঁজাখুঁজি করে পুকুরে আলিফের মরদেহ ভাসতে দেখেন। তাকে তুলতে গেলে রুমাইসার মরদেহও উদ্ধার করেন স্বজনরা। পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, কোনো অভিযোগ না থানায় স্বজনদের মরদেহ দাফনের অনুমোতি দেয়া হয়েছে।

রুবেলুর রহমান/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।