রাজবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
রাজবাড়ীর কালুখালীতে রাস্তার পাশে ব্রিজের পিলারে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক ও আরোহীসহ দুইজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ৬টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-নীলফামারীর সদর উপজেলার হরাজিত পূর্বপাড়ার তারিনী চৌধুরী ছেলে সুজিত চৌধুরী (৩০) ও ফুলচাঁন রায়ের ছেলে বিমল রায় (৩১)।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, মোটর সাইকেলটি কুষ্টিয়া থেকে রাজবাড়ীর দিকে যাচ্ছিলো। দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করে স্বজনদের জানানো হয়েছে।
রুবেলুর রহমান/এফআরএম/জেআইএম/এএসএম