খুলনায় ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ১২:০২ পিএম, ২৪ আগস্ট ২০২১
ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় খুলনায় করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে কমেছে শনাক্তের হার কমেছে। সোমবার (২৩ আগস্ট) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত খুলনার পাঁচটি হাসপাতালের ফোকাল পারসনরা এ তথ্য জানিয়েছেন।

এর আগে গতকাল পর্যন্ত তিন মাসের মধ্যে খুলনা মহানগরীর ৫টি হাসপাতালের করোনা ইউনিট ছিল মৃত্যুশূন্য। গত ২৫ মে খুলনার করোনা হাসপাতালগুলো মৃত্যুশূন্য ছিল। তবে গত ২৪ ঘণ্টায় নগরীর পাঁচ হাসপাতাল মিলে মারা গেছেন একজন।

এদিকে, খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে শনাক্তের হারও কমছে। ২৪ ঘণ্টায় মোট ৩৭৫টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৬৭ জনের। শনাক্তের হার ১৭ দশমিক ৮৭ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় এই হার ছিল ১৯ দশমিক ৪১ শতাংশ।

আলমগীর হান্নান/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।