পদ্মায় ৮ দিন ধরে নিখোঁজ যুবক, ছেলের শোকে অসুস্থ মা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ১২:০০ পিএম, ২৬ আগস্ট ২০২১

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজের আটদিনেও সন্ধান মেলেনি সুলতান শিকদার (৩০) নামে এক যুবেকর। নিখোঁজ ছেলের চিন্তায় অসুস্থ হয়ে পড়েছেন বৃদ্ধা আনোয়ারা বেগম (৬৫)। অন্যদিকে একমাত্র উপার্জনক্ষম স্বামীর খোঁজ না পাওয়ায় দুই শিশু সন্তানকে নিয়ে বিপাকে পড়েছেন তার স্ত্রী মেলিনা আক্তার।

স্থানীয়রা জানান, সুলতানদের নিজস্ব কোনো জমি নাই। দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় অন্যের জমিতে কোনোরকম একটি ঘর তুলে বসবাস করে তার পরিবার। ঘাটের কুলির কাজ করে সংসার চালাতেন তিনি। একদিন কাজ না করলে খাবার জোটে না পরিবারটির।

সুলতানের স্ত্রী সেলিনা আক্তার বলেন, আমার স্বামীর আয় দিয়েই সংসার চলতো। আজ আটদিন সে নিখোঁজ। এ অবস্থায় বৃদ্ধা শাশুড়ি ও ছোট ছোট দুটি বাচ্চা নিয়ে অসহায় হয়ে পড়েছি। কী করবো, কোথায় যাবো, কিভাবে চলবে সংসার কিছুই ভেবে পাচ্ছি না। সব সময় দুঃশ্চিন্তায় দিন কাটছে। ভালো খারাপ কোনো একটি খবর পেলেও নিজেদের বুঝ দিতে পারতাম।

ছেলের শোকে অসুস্থ মা আনোয়ারা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, তোমরা আমার ছেলেরে আইনা দাও। আমি ওহন কি নিয়া বাঁচমু।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী (ইউএনও) কর্মকর্তা আজিজুল হক খান মামুন বলেন, ওই যুবক নিখোঁজের পর আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তার সন্ধানে উদ্ধার কাজও চালিয়েছি। কিন্তু পাওয়া যায়নি। পরিবারটির সহযোগিতার জন্য উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।

১৮ আগস্ট সন্ধ্যায় দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় কাজ শেষে পদ্মায় গোসলে নেমে নিখোঁজ হন সুলতান। পরে নদীরপাড়ে তার ব্যবহৃত লুঙ্গি ও মোবাইল ফোনসহ টাকা পাওয়া যায়।

রুবেলুর রহমান/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।