রাজবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
রাজবাড়ী সদর উপজেলায় পানিতে ডুবে নাফিস (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে চর বাগমাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নাফিস ওই এলাকার মুদি দোকানি সেন্টু শেখের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, সকালে সবার অজান্তে খেলতে খেলতে বাড়ির পেছনের একটি ডোবায় পড়ে যায় শিশু নাফিস। অনেক খোঁজাখুজির পর ডোবা থেকে তাকে উদ্ধার করা হয়। পরে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আব্দুল্লাহ আল মামুন জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
রুবেলুর রহমান/এফআরএম/এমএস