নওগাঁয় বিদ্রোহী কবির স্মরণে আলোচনা সভা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৮:৫৬ এএম, ৩০ আগস্ট ২০২১

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যবার্ষিকী স্মরণে নওগাঁয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে নওগাঁর কৃতি সন্তান নৃত্য শিশুশিল্পী ফ্লোরা আহম্মেদকে সংর্বধনা দেয়া হয়েছে।

রোববার (২৯ আগস্ট) রাত ৮টায় শহরের আড্ডা কফি মিলনায়তনে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ‘শতাব্দী নওগাঁ’ সৃজনশীল সাংস্কৃতিক গোষ্ঠী এ অনুষ্ঠানের আয়োজন করে।

সভায় প্রধান অতিথি ছিলেন, নওগাঁ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ফজলে রাব্বী বকু। সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট নওগাঁ সদর উপজেলা কমান্ডার ও শতাব্দী নওগাঁর সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম সামদানী।

শতাব্দী নওগাঁ ও জেলা নজরুল একাডেমির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এবিএম রফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাড. সরদার সালাহ উদ্দিন মিন্টু, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এস এম আজাদ হোসেন মুরাদ প্রমুখ।

এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।