দুই মাস পর করোনায় মৃত্যুশূন্য বরিশাল বিভাগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০৬:৩৩ পিএম, ৩০ আগস্ট ২০২১
ফাইল ছবি

দুই মাস পর বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। তবে উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে দুইজন মারা গেছেন।

সোমবার (৩০ আগস্ট) সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো করোনা সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম বলেন, হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে দুইজন মারা গেছেন। এই ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ কোনো রোগীর মৃত্যু হয়নি। হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ৯৯ জন চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৫১জন।

তিনি আরও বলেন, মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবে ২৪ ঘণ্টায় ১৮৯ জনের নমুনা পরীক্ষা করে ২৭ জন পজিটিভ শনাক্ত হন। শনাক্তের হার ১৪ দশমিক ২৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশালে বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস বলেন, বিভাগের ৬ জেলায় ৮৬৮ নমুনা পরীক্ষায় ১১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৩ দশমিক ০২ শতাংশ। এর মধ্যে ভোলায় ২৩২ জনের নমুনা পরীক্ষায় ৪৫ জন, বরিশালে ২৪০ জনের নমুনা পরীক্ষায় ৩৯ জন, পটুয়াখালীতে ১৮৩ জনের নমুনা পরীক্ষায় ১৮ জন, পিরোজপুরে ৫৬ জনের নমুনা পরীক্ষায় ৫ জন, বরগুনায় ১০৪ জনের নমুনা পরীক্ষায় চারজন ও ঝালকাঠীতে ৫৩ জনের নমুনা পরীক্ষায় দুইজনের করোনা শনাক্ত হয়েছে।

এর আগে ২০২০ সালের ৯ এপ্রিল বরিশাল বিভাগে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু হয়। বিভাগে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে ৬৫৪ জনের মৃত্যু হয়েছে।

সাইফ আমীন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।