বরিশাল বিভাগে একদিনে আরও ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০২:৩৮ পিএম, ৩১ আগস্ট ২০২১
ফাইল ছবি

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দুজন ও উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১২ দশমিক ৫৬ শতাংশ।

মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গণমাধ্যমে পাঠানো সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, হাসপাতালে ৩০০ শয্যার করোনা ইউনিটে সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন ৯৫ জন। এরমধ্যে করোনায় আক্রান্ত রোগী ৪৯ জন।

তিনি আরও জানান, মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে ২৪ ঘণ্টায় ১৭৯টি নমুনা পরীক্ষা করে ২০ জন পজিটিভ হন। শনাক্তের হার ১১ দশমিক ১৭ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, বিভাগের ৬ জেলায় ৪৫৪টি নমুনা পরীক্ষায় ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত রোগী বেশি শনাক্ত হয়েছে ভোলা জেলায়। ভোলাতে ১৬৭টি নমুনা পরীক্ষায় ২৫ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া বরিশালে ১৪১টি নমুনায় ১৬ জনের, পটুয়াখালীতে ১১৯টি নমুনায় ১৪ জনের, পিরোজপুরে ১২টি নমুনায় একজনের, ঝালকাঠিতে ১২টি নমুনায় একজনের করোনা শনাক্ত হয়।

সাইফ আমীন/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।