ময়মনসিংহ মেডিকেলে আরও ৫ জনের প্রাণহানি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৯:৫১ এএম, ০১ সেপ্টেম্বর ২০২১

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় একজন ও উপসর্গ নিয়ে চারজন মারা যান।

বুধবার (১ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তারাকান্দা উপজেলার নুরুল ইসলাম (৬৫)। আর উপসর্গ নিয়ে মৃতরা হলেন-গৌরীপুরের রাজিয়া সুলতানা (৮০), ভালুকার রুবেল মিয়া (৩৬), গফরগাঁওয়ের হীরা (৬০) ও জামালপুর সদরের হাতেম আলী (৭২)।

jagonews24

তিনি আরও জানান, বর্তমানে হাসপাতালের আইসিইউতে ১০ জন এবং করোনা ইউনিটে ১৪৬ জন চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছেন ১১ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন।

জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৬৮৪টি নমুনা পরীক্ষা করে ১০৩ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

মঞ্জুরুল ইসলাম/এফআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।