খুলনা বিভাগে মৃত্যু কমলেও শনাক্ত বেড়েছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০১:৩৩ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২১
ফাইল ছবি

খুলনা বিভাগের দুই জেলায় গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। বিভাগে মৃত্যুর সংখ্যা কমলেও বেড়েছে শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন মোট ২২৪ জন। মঙ্গলবার (৩১ আগস্ট) শনাক্ত হয়েছিলেন ১৪৭ জন।

বুধবার (১ সেপ্টেম্বর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে খুলনার তিনজন এবং চুয়াডাঙ্গার একজন।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, এখন পর্যন্ত বিভাগে করোনায় মারা গেছেন মোট তিন হাজার ১২ জন। আর বিভাগের ১০ জেলায় শনাক্ত হয়েছেন মোট ১ লাখ ৯ হাজার ১২৩ জন।

আলমগীর হান্নান/ এফআরএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।