পাখি হত্যার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) সামনের গাছ কেটে প্রায় শতাধিক শামুকখোল পাখি হত্যার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় শহরের মুক্তির মোড়ে স্থানীয় সামাজিক সংগঠন ‘একুশে পরিষদ নওগাঁর’ আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পরিবেশের ক্ষতি করে এমন উন্নয়ন মানা যায় না। এসব উন্নয়নের নামে জীববৈচিত্র্য ধ্বংস করলে সাধারণ মানুষ মেনে নেবে না। এমন ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানান তিনি।
কর্মসূচিতে একুশে পরিষদের সভাপতি অ্যাডভোকেট ডি এম আব্দুল বারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বিন আলী পিন্টু, আব্দুস ছাত্তার মন্ডল, শফিকুল ইসলাম খান, সহ-সাধারণ সম্পাদক নাইস পারভীন, মনোয়ার হোসেন লিটন, শাকিরুল রাসেল, সহ-সভাপতি মুকুল চন্দ্র কবিরাজ, সিদ্দিকুর রহমান, প্রতাপ চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক বিষ্ণু কুমার দেবনাথ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ আরও অনেকে।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের গেটের সামনে পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা ঠিক করতে শনিবার (৪ সেপ্টেম্বর) দুটি গাছ কাটা হয়। এতে গাছে বসবাসরত শামুকখোল পাখির শতাধিক বাচ্চা মারা যায়।
আব্বাস আলী/এফআরএম/জেআইএম