নওগাঁয় নদীতে গোসলে নেমে স্বামী-স্ত্রী নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৬:০৯ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২১

নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে গোসলে নেমে স্বামী-স্ত্রী নিখোঁজ হয়েছেন। রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার খাজুর ইউনিয়নের রামচন্দ্রপুর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যক্তিরা হলেন-দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা সদরের পুরাতন জেলখানা এলাকার পারভেজ হোসেন (২২) ও তার স্ত্রী মিনি আকতার সোমা (১৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে পারভেজ হোসেন ও মিনি আকতার সোমা মহাদেবপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে জুয়েলের বাড়িতে বেড়াতে আসেন। রোববার দুপুরে বাড়ির পাশে আত্রাই নদীর খেয়াঘাটে তারা গোসলে নামেন। তবে নদীতে প্রচণ্ড স্রোত থাকায় তারা পানিতে নামার পরপরই নিখোঁজ হয়ে যান। পরে স্থানীয়রা খোঁজ করেও তাদের উদ্ধারে ব্যর্থ হন।

মহাদেবপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, স্টেশনে ডুবুরি দল না থাকায় রাজশাহীর ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। বিকেল ৫টার দিকে ডুবুরিরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ আত্রাই নদীতে স্বামী-স্ত্রী নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এরই মধ্যে উদ্ধার অভিযান শুরু হয়েছে।

আব্বাস আলী/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।