ধামইরহাটে অতিরিক্ত মদপানে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৬:২৫ পিএম, ১৫ অক্টোবর ২০২১
প্রতীকী ছবি

নওগাঁর ধামইরহাটে অতিরিক্ত মদপানে নীতিশ পাহান (১৯) নামের এক ক্ষুদ্র নৃগোষ্ঠী যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।

নীতিশ পাহান উপজেলার আলমপুর ইউনিয়নের বস্তাবর চৌঘাট তালপাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠী পল্লীর জগেন পাহানের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ক্ষুদ্র নৃগোষ্ঠী পল্লীর পাঁচ যুবক দুর্গাপূজা দেখার জন্য ভ্যানযোগে উপজেলা সদরে আসেন। এ সময় তারা দুর্গোৎসব উপলক্ষে চোলাই মদ পান করেন। পরে পূজামণ্ডপে কীর্তন শোনার পর ভোর ৪টার দিকে তারা ভ্যানযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে বীরগ্রাম চারমাথা মোড় এলাকায় ভ্যানটি উল্টে যায়। এতে নীতিশ পাহান আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৮টার দিকে মারা যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন মোসা. আনজুমান আরা বলেন, অতিরিক্ত মদপানে ওই যুবকের মৃত্যু হয়েছে।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রাকিবুল হুদা বলেন, মরদেহের সুরতহাল তৈরি করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় সৎকারের জন্য মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আব্বাস আলী/এসআর/এসজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।