পিঠ বাঁচাতে সবাই আওয়ামী লীগ হতে চায়: তথ্যমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৭:১৪ পিএম, ২১ অক্টোবর ২০২১

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘অতীতে যারা বিরুদ্ধাচারণ করেছেন, যারা সমাজে দুষ্কৃতকারী হিসেবে পরিচিত এবং সম্পদ রক্ষা ও অর্জনের উদ্দেশে আওয়ামী লীগ করতে চান তাদের আওয়ামী লীগের নৌকায় ওঠার প্রয়োজন নেই। নিজেদের পিঠ বাঁচাতে এখন সবাই আওয়ামী লীগ হতে চায়। যারা দলের দুঃসময়ে কাজ করেছেন এবং বিপদ-আপদে দলের সঙ্গেই ছিলেন তাদের আমরা মূল্যায়ন করবো।’

বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেলে নওগাঁর ধামইরহাট সরকারি এম. এম. কলেজ মাঠে ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। ধামইরহাট উপজেলা শাখা আওয়ামী লীগ এ সম্মেলনের আয়োজন করে।

এসময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘সরকারকে বেকায়দায় ফেলার জন্য দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। সরকার তা মোকাবিলা করেছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে যাচ্ছে।’

পিঠ বাঁচাতে সবাই আওয়ামী লীগ হতে চায়: তথ্যমন্ত্রী

সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস. এম. কামাল হোসেন।

উপজেলা আওয়াামী লীগের সভাপতি দেলদার হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল জন ও নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল। এসময় জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে উপজেলা চত্বরে শেখ কামাল টেনিস কমপ্লেক্সের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আব্বাস আলী/ইউএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।