ফেনীতে ২ হাজার ছাত্রীকে স্যানিটারি ন্যাপকিন দিলো উপজেলা পরিষদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৪:৩৯ পিএম, ০৭ নভেম্বর ২০২১

ফেনী সদর উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে ২ হাজার স্কুলছাত্রীকে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন দেওয়া হয়েছে।

রোববার (৭ নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের হাতে স্যানিটারি ন্যাপকিন তুলে দেন উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান জোস্না আরা আক্তার জুসি, উপজেলা প্রকৌশলী মুনির হায়দার।

অনুষ্ঠানে বক্তব্য দেন- গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জুলফিকার আলী, সহকারী শিক্ষক শিল্পী দে প্রমুখ।

উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল বলেন, আমাদের মেয়েদের মধ্যে সচেতনতা বাড়াতে ও ঝড়তা দূর করতেই পরিষদের পক্ষ থেকে স্যানিটারি ন্যাপকিন বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। আজ ফেনী সদর উপজেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের হাতে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে।

নুর উল্লাহ কায়সার/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।