সেতুমন্ত্রীর আত্মীয় পরিচয়ে প্রতারণা: বৃদ্ধের চার বছরের কারাদণ্ড
ফেনীর সোনাগাজীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের চাচাতো ভাই পরিচয়ে ১২ লাখ টাকা আত্মসাতের মামলায় আবুল কাশেম চীনা (৬০) নামে এক বৃদ্ধের চার বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
সোমবার (৮ নভেম্বর) ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এ রায় ঘোষণা করেন।
ফেনী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) হাফেজ আহাম্মদ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সেতুমন্ত্রীর আত্মীয় পরিচয় দিয়ে প্রতারণার মামলায় আদালত প্রধান আসামিকে দুই ধারায় চার বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত কাশেম সোনাগাজী উপজেলার উত্তর চরসাহাভিকারী গ্রামের অজিউল্লাহর ছেলে। তিনি দীর্ঘদিন ওই এলাকায় নিজেকে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের চাচাতো ভাই পরিচয় দিয়ে আসছিলেন। তাকে এলাকার মানুষ চীনা কাশেম বলেই চেনেন।
মামলা থেকে জানা যায়, ওবায়দুল কাদেরের চাচাতো ভাই পরিচয়ে সরকারি চাকরির কথা বলে চীনা কাশেম ওই এলাকার তরণী কুমার মজুমদারের ছেলে পরেশ চন্দ্র মজুমদারের কাছ থেকে ১২ লাখ টাকা নেন। কিন্তু চাকরি না পেয়ে টাকা ফেরত চান পরেশ। টাকা না দেওয়ায় ২০১৯ সালের ৩০ অক্টোবর কাশেমের বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা করেন।
আদালতের নির্দেশে মামলার তদন্ত শেষে ওই বছরের ২৮ নভেম্বর চীনা কাশেমকে দোষী উল্লেখ করে প্রতিবেদন দেন তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অজিৎ দেব। এ মামলায় আদালত সাতজনের সাক্ষ্যগ্রহণের পর সোমবার রায় ঘোষণা করেন।
নুর উল্লাহ কায়সার/এসজে/এমএস