খুলনায় বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত
ফাইল ছবি
খুলনা-সাতক্ষীরা মহাসড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম জোবায়ের। তিনি খুলনার ডুমুরিয়া উপজেলার আব্দুর রাজ্জাকের ছেলে।
সোমবার (৮ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে মহাসড়কের হোগলাডাঙা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার তৎপরতা চলছিল।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।
তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক যাত্রীবাহী বাসটি জব্দ করা হয়েছে।
আলমগীর হান্নান/এসআর/জিকেএস