চার দিন পর মৃত্যুহীন রামেক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ১০:১০ এএম, ১১ নভেম্বর ২০২১
ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে ফের চারদিন পর মৃত্যুহীন দিন কাটলো রামেক করোনা ইউনিটে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত বোববার (৭ নভেম্বর) উপসর্গ ও করোনায় মৃত্যুহীন দিন দেখেছিল রামেক হাসপাতাল। এর আগে, ৩১ অক্টোবর ও ১৫ মে রামেকে করোনা ইউনিটের দিনগুলো ছিল মৃত্যুহীন।

পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় রামেকের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন আটজন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনজন। করোনা সন্দেহে ভর্তি রয়েছেন ৩১ জন। করোনা আক্রান্ত হয়ে ছয়জন ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ছয়জন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৪২ জনের নমুনা পরীক্ষায় একজন শনাক্ত হয়েছেন। এছাড়া মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ১৪৮ জনের নমুনা পরীক্ষায় একজন করোনা শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার শূন্য দশমিক ৫৫ শতাংশ।

ফয়সাল আহমেদ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।