ফেনীতে বিদেশি পিস্তল-ম্যাগজিনসহ আটক ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৫:৩১ পিএম, ১৪ নভেম্বর ২০২১

ফেনীর ছাগলনাইয়ায় বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ওয়ান শুটার গানসহ তিনজনকে আটক করেছে র‍্যাব।

শনিবার (১৩ নভেম্বর) দিনগত রাতে উপজেলার শুভপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে অস্ত্র পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়।

আটকরা হলেন- দক্ষিণ মন্দিয়ার মো. মিজানুর রহমান (৫০), মো. ইমরানুল হক (৪০) এবং জয়পুরের মো. মাহবুবুল হক ভূঁইয়া (৫৮)।

ফেনী র‍্যাবের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার আব্দুল্লাহ আল জাবের ইমরান বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব-৭ ফেনী ক্যাম্প জানায়, ‘ফেনীর ছাগলনাইয়ার শুভপুর থেকে মোটরসাইকেলে করে মাদকদ্রব্য নিয়ে সোনাপুরের দিকে যাচ্ছে কয়েকজন’ এমন খবরের ভিত্তিতে জয়পুরের শুভপুর নতুন বাজার রাস্তায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হয়। এসময় র‍্যাবের চেকপোস্টের দিকে আসা মোটরসাইকেলের তিন আরোহীর গতিবিধি সন্দেহজনক মনে হলে র‍্যাব সদস্যরা মোটরসাইকেলটিকে থামানোর সংকেত দেন। কিন্তু তারা না থামিয়ে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় র‍্যাব তাদের ধাওয়া দিয়ে আটক করে। তাদের কাছ থেকে প্লাস্টিকের বাজারের ব্যাগে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও একটি ওয়ান শুটার গান জব্দ করা হয়।

ফেনী র‍্যাবের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার আব্দুল্লাহ আল জাবের ইমরান বলেন, জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটকরা দীর্ঘদিন ধরে মাদক, অবৈধ অস্ত্র ব্যবসা ও সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত। তাদের ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

নুর উল্লাহ কায়সার/ইউএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।