ব্যানার লাগাতে গিয়ে ছাদ থেকে পড়ে কিশোর নিহত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৬:৩৮ পিএম, ১৪ নভেম্বর ২০২১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাউন্সিলর পদপ্রার্থীর ব্যানার লাগাতে গিয়ে ছাদ থেকে পড়ে আতিক (১৮) নামের একজন নিহত হয়েছেন।

রোববার (১৪ নভেম্বর) দুপুর ২টার দিকে সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় তানজিম কবির সজু নামের কাউন্সিলর পদপ্রার্থীর ব্যানার লাগাতে গিয়ে এ ঘটনা ঘটে।

এতে আহত হয়েছেন আরও দুইজন। আহতদের পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয়রা জানান, তিনজন ছাদে উঠে ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। পরে তাদের হাসপাতালে পাঠানো হয়।

নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আসাদুজ্জামান জানান, ছাদ থেকে পড়ে মৃত ব্যক্তিকে মর্গে রাখা হয়েছে। আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের মামা মাসুদ জাগো নিউজকে জানান, ঘটনার বিস্তারিত জানি না। আতিক ব্যানার লাগাতে গিয়ে মারা গেছে এটুকুই জানি।

ব্যানার লাগাতে গিয়ে ছাদ থেকে পড়ে কিশোর নিহত

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, ছাদ থেকে তিনজনের পড়ে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত জামিল জানান, ছাদ থেকে পড়ে যাওয়া একজনকে ভিক্টোরিয়া এবং দুইজনকে ঢামেকে পাঠানো হয়েছে। আপাতত এটুকুই জানি।

এ বিষয়ে কাউন্সিলর পদপ্রার্থী তানজিম কবির সজু জানান, ঘটনাটি শুনেছি। তারা ব্যানার ঠিক করতে গিয়ে পড়ে গেছে বলে শুনেছি।

এস কে শাওন/ইউএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।