নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি মশিউর রহমান

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৮:৫৮ পিএম, ১৫ নভেম্বর ২০২১

নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার মো. মশিউর রহমান।

সোমবার (১৫ নভেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ ওসির পুরস্কার হিসেবে তার হাতে ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার মো. জায়েদুল ইসলাম।

সিদ্ধিরগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় তাকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়েছে বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছ।

এ বিষয়ে মশিউর রহমান বলেন, সিদ্ধিরগঞ্জ থানায় আসার পর মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোর গ্যাং, নারী ও শিশু নির্যাতন দমনে কাজ করেছি। কাজের স্বীকৃতিস্বরূপ আমাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আগামী দিনগুলোতেও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই।

তিনি আরও বলেন, সবসময় চেষ্টা করে যাচ্ছি মানুষকে সেবা দিয়ে যেতে। থানা এলাকার অপরাধ নির্মূলে সবার সহযোগিতা কামনা করছি।

এস কে শাওন/ইউএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।