‘ফেনী পুলিশ যেমন চাই’ রচনা-চিত্রাঙ্কনে জানাবে শিক্ষার্থীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৯:১৪ পিএম, ১৮ নভেম্বর ২০২১

রচনা-চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্যদিয়ে শিক্ষার্থীরা জানাবে ‘ফেনী পুলিশ যেমন চাই’। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

এসময় পুলিশ সুপার আবদুল্লাহ আল-মামুন, সালেহ উদ্দিন-হোসনে আরা চৌধুরী ফাউন্ডেশনের সদস্য সচিব জালাল উদ্দিন পাপ্পুসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) বদরুল আলম মোল্লা বলেন, তিন হাজার শব্দে রচনা লিখতে হবে। এর মধ্যে (ক) মাধ্যমিক বিভাগে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি, (খ) উচ্চ মাধ্যমিক বিভাগে একাদশ ও দ্বাদশ শ্রেণি, (গ) উন্মুক্ত বিভাগে দেশে ও প্রবাসে অবস্থানরত ফেনীর বাসিন্দারা অংশগ্রহণ করতে পারবেন। অন্যদিকে চিত্রাঙ্কন প্রতিযোগিতা প্রাইমারি বিভাগের (প্লে থেকে পঞ্চম শ্রেণি) শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি নিজাম উদ্দিন হাজারী বলেন, ব্যতিক্রমী একটি উদ্যোগ নিয়েছে ফেনীর পুলিশ প্রশাসন। এ ধরনের কর্মসূচির ফলে পুলিশের ব্যাপারে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা তাদের মতামত জানাতে পারবেন। আশা করছি পুলিশ বিভাগ সে বিষয়গুলো মাথায় রেখে সেবার মান আরও বাড়বে।

পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, পুলিশের কাছাকাছি নিতে চাই শিশুদের। এ কর্মসূচির মাধ্যমে উঠে আসবে ভবিষ্যতের পুলিশ কেমন চাই। এ কর্মসূচির মাধ্যমে পুলিশের বিষয়ে কমে আসবে ভয়-ভীতি।

প্রতিযোগীরা আগামী ২৩ নভেম্বরের মধ্যে রচনা ও চিত্র জমা দিতে পারবেন। ৬ ডিসেম্বর বিজয়ীদের পুরস্কৃত করা হবে।

নুর উল্লাহ কায়সার/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।