ভাইয়ে ভাইয়ে ভোটের লড়াই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ১০:৪০ এএম, ২০ নভেম্বর ২০২১

ফেনীর পরশুরামের মির্জাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে একই ওয়ার্ডে সদস্য প্রার্থী হয়ে মাঠে তাক লাগিয়েছেন দুই ভাই। ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে ইউনিয়নের ২নং ওয়ার্ডে প্রার্থী হয়ে দুই ভাই সমানতালে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

তবে একই পরিবার থেকে দুই ভাই প্রার্থী হওয়ায় আত্মীয়-স্বজনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিষয়টি নিয়ে ভোটারদের মাঝেও রয়েছে নানা গুঞ্জন।

স্থানীয়রা জানান, মির্জানগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে মোট ৬ জন প্রার্থী প্রতীক নিয়ে মাঠে নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছেন। এদের মাঝে দুইজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আপন ভাই। এরা হলেন- পূর্ব সাহেব নগর গ্রামের অলিউর রহমান চৌধুরীর ছেলে বর্তমান মেম্বার আবু বকর ছিদ্দিক চৌধুরী (মোরগ) ও তার ছোট ভাই মনির হোসেন চৌধুরী (তালা)।

একই পরিবার থেকে দুজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকার বিষয়টি নিয়ে ভোটারদের মাঝে কৌতুহল দেখা গেছে। এ নিয়ে চলছে নানা আলোচনা ও সমালোচনা। বিষয়টি নিয়ে কিছুটা বেকায়দায় রয়েছেন এ দুই প্রার্থীর স্বজনরা। তবে প্রতীক বরাদ্দের পর থেকেই দুই ভাই সমানতালে ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করে চলেছেন।

jagonews24

ভোটাররা জানান, এর আগে ২০১৬ সালে মির্জানগর ইউপি নির্বাচনে ২নং ওয়ার্ড থেকে আওয়ামী লীগের সমর্থন নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেম্বার নির্বাচিত হন আবু বকর ছিদ্দিক চৌধুরী। কিন্তু এবার নির্বাচনী মাঠে নিজ ভাই মনির হোসেন চৌধুরী প্রার্থী হওয়ায় তিনি বিপাকে পড়েছেন। তবে দুই ভাই বিজয়ের ব্যাপারে খুবই আশাবাদী রয়েছেন।

এদিকে একই পরিবারের দুই ভাই প্রার্থী হওয়ায় কিছুটা বেকায়দায় পড়েছেন স্বজনরা। তারা দুই ভাইয়ের কারো পক্ষেই জোরালো ও প্রকাশ্য কোনো ভূমিকা নিতে পারছেন না। শেষ দিকে দুই ভাইয়ের মাঝে যার পাল্লা ভারী থাকবে তাকেই আত্মীয় স্বজনরা সমর্থন দিয়ে এগিয়ে দেবেন বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক আত্মীয়।

এ বিষয়ে বর্তমান ইউপি সদস্য আবু বকর ছিদ্দিক জানান, মেম্বার হওয়ার আগে ও পরে বিতর্কের ঊর্ধ্বে থেকে তিনি দীর্ঘদিন সাধারণ মানুষের জন্য কাজ করেছেন। এবারও ভোটাররা তাকে আশ্বস্ত করছেন। তিনি পুনরায় সদস্য নির্বাচিত হবেন।

এদিকে মনির হোসেন চৌধুরী বলেন, তিনি ইউপি সদস্য প্রার্থী হয়ে ভোটারদের মাঝে সাঁড়া জাগিয়েছেন। উন্নয়ন ও পরিবর্তন দুটোই চায়। সুষ্ঠু নির্বাচন হলে তিনি বিজয়ী হওয়ার ব্যাপারে আশাবাদী।

নুরউল্লাহ কায়সার/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।