ফেরি থেকে পড়ে পদ্মায় নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফাইল ছবি
রাজবাড়ীর গোয়ালন্দে ফেরি থেকে পদ্মায় পড়ে নিখোঁজ মোজাফ্ফর হোসেন নান্নুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেলে ফরিদপুর সিএনবি ঘাট এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর জানান, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ঘাট এলাকায় কেরামত আলী নামের একটি ফেরি থেকে পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হন মোজাফ্ফর হোসেন নান্নু। তিনি মেয়ের সঙ্গে লালন পরিবহনের একটি বাসে কুষ্টিয়া থেকে ঢাকায় যাচ্ছিলেন।
নিখোঁজের খবর পেয়ে সকালে উদ্ধার অভিযান শুরু করে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের ডুবুরি দল। দিনভর চেষ্টা চালিয়ে দৌলতদিয়া থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে ফরিদপুরের সিএনবি ঘাট এলাকা থেকে মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
রুবেলুর রহমান/আরএইচ/জেআইএম